ডাল, পেয়াজ না পেয়ে সিসিকের কাছে চাল ফেরত দিলেন কাউন্সিলর

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

ডাল, পেয়াজ না পেয়ে সিসিকের কাছে চাল ফেরত দিলেন কাউন্সিলর

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) খাদ্য ফান্ড থেকে ১২৫ বস্তা চাল নিয়ে, অবশেষে ফেরত দিলেন এক কাউন্সিলর। আলু, ডাল, পেয়াজ, তেল না পাওয়ায় এসব চাল ফেরত দিয়েছেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক। আজ শুক্রবার বিকেলে সিসিকের কাছে এসব চাল ফেরত দেন তিনি।

জানা গেছে, গত এক এপ্রিল রাতে সিসিক থেকে রাত ১১ টার সময় ট্রাকে করে ১২৫ বস্তা চাল নিয়ে যান কাউন্সিল লায়েক।

চাল ফেরত দেয়ার বিষয়ে কাউন্সিলর লায়েক সিলেটভিউকে জানান,আমাকে রশিদের মাধ্যমে এসব চাল দেয়া হয়েছে। শুধু চাল দিয়ে কি করব? তেল, পিয়াজ, আলু ছাড়া এসব কিভাবে বিতরণ করব। এজন্য পুরো প্যাকেট পাওয়ার জন্য এই চাল ফেরত দিয়েছি।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় জানান, চাল বিতরণের সময় আমি ছিলাম না। তিনি বলেন, সমাধান হয়ে গেছে। তিনি কিছুটা দাবী করে এসব চাল নিয়ে যান বলে সিলেটভিউকে জানিয়েছেন সিসিকের এ গুরুত্বপূর্ণ ব্যক্তি।

এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরীর বক্তব্য নিতে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আজ শুক্রবার বিকেলে এসব চাল ফেরত দেয়ার পর ৩ নং ওয়ার্ডের জন্য কাউন্সিলর লায়েকের কাছে ২৫০০টি রেডি করা প্যাকেট দেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনায় অসহায় মানুষের জন্য দলমত নির্বিশেষে সিসিক ফান্ডে চাল ও নগদ টাকা দেন বিত্তবান লোকজন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..