সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে করোনাভাইরাস (কেভিড-১৯) আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়েছে। রোববার সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলো। ওই রোগীর বাসা সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায়। তিনি বাসায়ই রয়েছেন। সিলেটের সিভিল সার্জন বলেন, তার বাসা লকডাউন করার প্রক্রিয়া চলছে।

দেশে করোনাভাইরাস সংক্রমনের পর প্রবাসীবহুল হিসেবে সিলেটকে ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে আসছিলেন বিশেষজ্ঞরা। সিলেটের শহীদ শামসদ্দিন হাসপাতালে চালু করা হয় করোনা আইসোলেশন সেন্টার। এই সেন্টারে করোনা আক্রান্ত সন্দেহে প্রতিদিনই একাধিক রোগি ভর্তি হলেও পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তবে রোববার বাসায় থাকা এক রোগির শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..