সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
সিলেট :: বিশ্বব্যাপী করোনাভাইরাস কবিড-১৯ সংক্রমণ মহামারী আকার ধারন করায় আতংকিত না হয়ে সচেতন হয়ে ঘরে থাকা ও স্বাস্থ্য বিধি মেনে চলার প্রতি আহবান জানিয়েছেন বিএনপি সিলেট জেলা শাখার সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা এডভোকেট আল আসলাম মুমিন। তিনি বলেন এ রোগের চিকিৎসা নেই বিধায় সচেতনাতাই এ মহামারীর প্রথম শর্ত।
নিয়মিত পরিষ্কার পরিছন্ন মুখে মাস্ক ব্যবহার, হাতমুখ বার বার ধৌত করা অবশ্যই করনীয়। ঘরে থাকেন, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। সরকারের দেয়া নিয়ম বিধি মেনে চলে বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সবাই সম্মিলিত প্রয়াসে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
এদিকে সিলেট ৪ আসন তথা বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি দিনমজুর খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় সরকারী ত্রান সামগ্রী প্রেরনের জন্য সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যানমন্ত্রী ইমরান আহমদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আল আসলাম মুমিন। গতকাল গনমাধ্যমে পঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd