সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
নিজস্ব সংবাদদাতা : সিলেট নগরীর চারাদিঘীরপাড়ে করোনাতঙ্ক ছড়ানোর দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সারোয়ার সানু (২২) চারাদিঘীরপাড়ের মোমিন গার্মেন্টস বিল্ডিং এ বসবাসকারী।
করোনার আক্রান্তের লক্ষণ কোনো ব্যক্তির শরীরে পাওয়া গেলে তার পরিবার বা এলাকা লকডাউন করে রাখা হয়। অথচ সে এলাকায় এমন কিছু না ঘটলেও করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের নামে বাঁশপালা দিয়ে এলাকার সড়ক পুরোপুরি ব্যারিকেড দিয়ে বন্ধ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠে সাজ্জাদ, রাহেল, শাহীন, মন্টাই, শাহান, পারভেজ, হারুন, রাফি, দুলাল, পাপ্পুসহ কয়েকজন যুবকের বিরুদ্ধে। সড়ক ব্যারিকেড থাকায় অনেকে জরুরী কাজে, কেউ বা নিত্যপণ্য ক্রয় করতে যেতে বা আসতে পারেন নি। পাঁচটার পর দোকানপাট বন্ধ থাকায় অনেকে পড়েছেন বিপাকে।
এলাকার বাসিন্দা রজব বলেন, রাস্তা বন্ধে কোনো রিকসা যাতায়াত করতে পারছেনা। এমনকি কেউ হেঁটে পর্যন্ত যেতে বাঁধার সম্মুখীন হচ্ছে। এটাকে লকডাউন বলেনা। বাসায় থাকাকে লকডাউন বলে। এটা লকডাউনের নামে হয়রানি করা। বিষয়টি এলাকার কাউন্সিলরকে জানিয়েছি, তিনি দেখছেন বলে জানান।
এদিকে লকডাউনের নামে রাস্তা বন্ধ করে করোনাতঙ্ক উস্কে দেয়া ছাঁড়া আর কিছু নয় বলে জানিয়েছেন এলাকারবাসী। এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ওই এলাকার মুরব্বী হেলাল আহমদ, মহবুব আহমদ, বাবলু আহমদ ও কাওসার খানসহ অনেকে।
দিনভর এমন ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুলিশ সারোয়ার সানু নামের এক যুবককে আটক করে বলে জানান, ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শরীফ মোকারক সুমন।
বিষয়টির ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া ঘটনাটি সম্পর্কে অবগত নন বলে জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd