সিলেট ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বেলাল আহমেদ মুরাদ একজন নাট্যকর্মি, সিলেট জেলার কোথায় থাকে চিনেন না এমন মানুষ খুব কমই আছে। মুরাদ বাংলাদেশ এমনকি সিলেটের আঞ্চলিক ভাষায় সমাজের অসংগতি তুলে ধরেন।সমাজ পরিবর্তন করতে এক ঝাক তরুন নিয়ে কাজ করে যাচ্ছে। বেলাল আহমদ মুরাদের একটাই স্লগান ‘আসুন দেখে বদলাই, শিখে বদলাই’।
তরুন বয়সের এই অভিনেতা এই মহামারির সময়ে ও বসে নাই, প্রতিদিনই অসহায় আর দরিদ্র মানুষেদের ত্রান সামগ্রী দিয়ে যাচ্ছেন।তার এক ভিডিও বার্তায় বেলাল আহমেদ মুরাদ বলেন,আমরা দিনে অসহায় আর দিনমজুর খেটে খাওয়া মানুষ কে অনুদান দিয়ে আসছি, ইনশাআল্লাহ আরো দেব।শহরের মানুষ যে কোন সময় ত্রান সামগ্রী পায়, কিন্তু গ্রামের মানুষ সব সময় পায়না, তাই গ্রামের দিকে আজকে আমরা।।
আমরা যারা মধ্যবিত্ত আছি সমাজে এখন কঠিন সময় পার করছি।মধ্যম আয়ের মানুষ গুলা না পারে কারো কাছে চেয়ে নিতে,না পারে কারো কাছ থেকে ত্রান সামগ্রী নিতে।মধ্যবিত্ত মানুষের বাসায় খাবার না থাকলে ও তাহার পাশে ত্রান বা সহযোগিতা করলে চেয়ে দেখা ছাড়া আর কোন উপায় নাই।
সেই কথা চিন্তা করে রাতের অন্ধকারে তাহার একাদিক সহকর্মি নিয়ে মানুষের বাড়ি বাড়ি যান।এবং নিজের মন মানুষিকতার পরিচিয় দিতে ভুল করেন নাই,,মুরাদ বলেন, আমি সাহায্য দিতেছিনা আমি ডেলিভারি ম্যান হিসাবে মানুষের সাহায্য অসহায় মানুষের বাড়ি বাড়ি নিয়ে দিতেছি।।
যে সকল সামজিক সংঘটনের ত্রান সামগ্রী ইতি মধ্যে
বেলাল আহমেদ মুরাদের কাছে এসেছে এবং বিতরন করেছেন, তাদের মধ্য হল, অন্তর ফাউন্ডেশন, ইদ্রিস আলি ও আব্দুল্লাহ মাস্টার এডুকেশন ট্রাষ্ট, হেল্পিং হ্যান্ড নেটওয়ার্ক ইউকে, সিলেটি নাটক পেইজ ইউকে, মুসলিম চ্যারেটি উকে, আইশাজ এভেন্ট উকে।
এবং বিশ্বস্ততার আরেক নাম বেলাল আহমেদ মুরাদ,তাহার কোন কমতি নাই,দেশ ও দেশের বাহিরে থেকে একাদিক সংঘটন বেলাল আহমেদ মুরাদের মধ্যমে ত্রান সামগ্রী বিতরন করতে চায়।
মুরাদ বলেন,সহযোগিতা বা ত্রান ইতিমধ্যে যে সকল সংঘটন আমার কাছে দিয়েছে, হয়তো তাহারা জানে আমি তাদের ত্রান মানুষের কাছে পৌছে দিছে।হা তা টিক আমি পৌছে দিছি।কিন্তু আড়ালে আরেক তরুন সমাজ সেবক,যুব সমাজের আইডল, গ্রীনবাংলা পরিবারে অন্যতম সদস্য,
বিপ্লব এষ আমাকে সব সময় সহযোগিতা করে আসছেন।তাহাকে কেউ না জানলে না দেখলে আমি বিপ্লব এষ কে ধন্যবাদ দিতে চাই,এই মহামারি সময় ও আমার পাশে থেকে সর্বচ্চ সহযোগিতা করার জন্যে।।
বেলাল আহমেদ মুরাদ তাহার নিজের গ্রীনবাংলা চ্যানেলে স্টেটাস দেন, যদি কারো পরিচিত বা মধ্যম আয়ের কোন মানুষ এই মহামারির সময় অসহায় হয়ে আছে, সাহায্য বা সহযোগিতার প্রয়োজন হয়ে নাম্বারে যোগাযোগ করার জন্যে।গোপনীয়তা রক্ষা করা হবে, কারো কাছে কোন দিন বলা হবে না।
বর্তমান পরিস্থিতিতে মানুষ যখন ঘর থেকে বাহির হতে পারছে না,করোনা ভাইরাসের ভয়ে,এবং শহরের অলি গলি সব দিকে র্যাব,সেনাবাহিনী,এবং পুলিশ,
এই সময়ে ও বসে নেই এই উদীয়মান তরুন সমাজ সেবক, দিন রাত মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছে।।এবং মানুষকে উৎসাহিত করে আসছেন।
তাহার প্রতিটি মেসেজই মানুষের কাছে বুলেটের মত কাজ করে, যাহা একাদিক সময় সিলেট বাসি প্রমান পেয়েছে।
বেলাল আহমেদ মুরাদের একটাই কথা আসুন অসহায় ও দরিদ্র মানুষের পাশা দাড়াই।
”আমরা দেখে বদলাই শিখে বদলাই”
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd