সিলেট ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
এনামুল হাসান, জকিগঞ্জ :: করোনাভাইরাস সংক্রমণ নিরূপণে জকিগঞ্জে নমুনা সংগ্রহ করা ৬ জনের মধ্যে দু’জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৪ জনের রিপোর্টের অপেক্ষায় আছেন চিকিৎসকরা।
চলতি সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রামের ৬ জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের মাধ্যমে আইইডিসিআরে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এমন তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী জানান, দু’জনের রিপোর্ট আমরা পেয়েছি। তাদের শরীরের করোনা উপসর্গ পাওয়া যায়নি। বাকি ৪ জনের রিপোর্টের জন্য অপেক্ষা চলছে। আজকালের মধ্যে পাওয়া যেতে পারে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, কারো রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। এখন পর্যন্ত জকিগঞ্জের কারো শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি বলে জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd