সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি, ঢাকায় পাঠানো হচ্ছে

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি, ঢাকায় পাঠানো হচ্ছে

স্টাফ রিপোর্টার :: করোনাভাইরাসে আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ২টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য জানান।

তিনি বলেন, অক্সিজেন ছাড়া করোনা আক্রান্ত ওই চিকিৎসক স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। করোনাভাইরাসের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সিনিয়র চিকিৎসকরা একটু আাগে তাকে দেখেছেন। এখন তাকে ঢাকায় পাঠানোর কথাবার্তা চলছে। কারণ অক্সিজেন ছাড়া তাকে রাখা যাচ্ছে না।

আইসিইউ’র ভেন্টিলেশনে আক্রান্ত চিকিৎসককে রাখা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, তাকে আইসিইউ’র ভেন্টিলেশনে নেয়ার প্রয়োজন হয়নি। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে অতিরিক্ত শ্বাসকষ্ট শুরু হলে ওই চিকিৎসককে বাসা থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে নেয়া হয়। এখানে তাকে ভর্তি করে অক্সিজেন দিয়ে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে।

এর আগে রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ওই চিকিৎসক করোনা আক্রান্ত বলে নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। তবে তার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় এতদিন তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হয়। তবে সর্বশেষ মঙ্গলবার রাত ১০টার দিকে তার অতিরিক্ত শ্বাসকষ্ট শুরু হলে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেয়া হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..