সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
সিলেট :: করোনাভাইরাসের কারণে অনানুষ্ঠানিক লকডাউনের মধ্যে রয়েছে প্রায় গোটা দেশ। বন্ধ রয়েছে কল-কারখানা, ঘরের বাইরে বের না হতে দেয়া হয়েছে নির্দেশনা। বিপাকে পড়েছে দুস্থ-অসহায় মানুষেরা। এসব মানুষের পাশে দাঁড়াতে অঙ্গিকার বদ্ধ “টিকরপাড়া সমাজ কল্যাণ সংঘ”।
করোনা ভাইরাসের মহামারীর সংকটময় মুহূর্তে সিলেট সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের অন্তরভুক্ত ৮ নং ওয়ার্ডের ”টিকরপাড়া সমাজ কল্যাণ সংঘ” -এর উদ্যোগে মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী) উপহার স্বরূপ হিসেবে টিকরপাড়া গ্রামসহ, উত্তর টিকরপাড়া, পচাবাড়ীর গুল(টিকরপাড়া) গ্রামের কর্মহীন,অসহায়,দিনমজুর, হতদরিদ্র ও মধ্যবিত্ত ২০০ টি পরিবারদের উপহার স্বরূপ হিসেবে (খাদ্য সামগ্রী) বিতরণ করেন উক্ত সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
আজ সকাল থেকে সন্ধা পর্যন্ত টিকরপাড়া সমাজ কল্যাণ সংঘ এর আওতাধীন টিকরপাড়া,উত্তর টিকরপাড়া, পচাবাড়ীর গুল গ্রামের কর্মহীন,অসহায়,দিনমজুর, হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরে-ঘরে সংগঠনের নেতৃবৃন্দ দ্বারা প্রত্যেকটি প্যাকেটে (চাল, ডাল, অালু, পিয়াজ, তেল) পৌছে দেওয়া হয়।
এছাড়াও গত ২৭, ২৮,২৯ ও ৩০ শে মার্চ -২০২০ ইং করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও গনসচেতনা সৃষ্টির লক্ষে টিকরপাড়া, উত্তর টিকরপাড়া, পচাবাড়ীর গুল গ্রামের প্রত্যকটি ঘর-বাড়ী আশে পাশে, বাজারে,দোকানে, মসজিদে, ড্রেনে-রাস্তা ঘাটে,যানবাহন ও পথচারীদের মধ্যে ওয়াটার ক্যানন দিয়ে ব্লিচিং পাউডার (জীবানুনাশক) মিশ্রিত পানি ছিটানো ও সাবান দিয়ে হাত দোয়ার কার্যক্রম করা হয়েছিল।
উক্ত মহতি কার্যক্রমে উদ্যোগ ও ব্যবস্থাপনায় ছিলেন টিকরপাড়া সমাজ কল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস.এম.হোসেন আলী (মাষ্টার), উক্ত সংঘের উপদেষ্টা ও আল্লাহর দান মায়ের দোয়া এন্টাপ্রাইজের পরিচালক জালাল মিয়া, উক্ত সংঘের সভাপতি রাকেল আহমদ, উক্ত সংঘের সাধারণ সম্পাদক সুবেল আহমদ।
সার্বিক সহায়তা ও সহযোগীতা করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪নং খাদিমপাড়া ইউ/পি এর গরিব-দুঃখি ও অসহায় মানুষের বন্ধু জাহাঙ্গীর অালম, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সমুজ আলী, সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা ছাদ মিয়া, এ.এইচ.বি ব্রিকস ফিল্ড এর ম্যানেজার আলামীন।
খাদ্য সামগ্রী বিতরনের প্রথম মুহূর্তে উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউ/পি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সমুজ আলী, টিকরপাড়া সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা ছাদ মিয়া, উপদেষ্টা আহমদ আলী (দুদু), উপদেষ্টা এরশাদ আহমদ, উপদেষ্টা গউছ মিয়া, উপদেষ্টা রিয়াজ আহমদ, উপদেষ্টা মন্টাই মিয়া, উপদেষ্টা সৈয়দ রাজু আহমদ, অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্রসমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।
খাদ্য সামগ্রী প্যাকেট করণ ও ঘরে ঘরে পৌছাতে সহায়তা করেছেন টিকরপাড়া সমাজ কল্যাণ সংঘ এর নেতৃবৃন্দ রহিম আহমদ, এম.এ আহাদ, শিপন আহমদ, রিপন আহমদ, নাজিম উদ্দীন, মোঃ সোহেল, রাসেল আহমদ, সোহেল আহমদ, তাজুল আহমদ, তাজুল ইসলাম আবির, সেনাজ আহমদ, ফাহিম আহমদ, আব্দুল্লাহ আল মামুন, রাজন আহমদ, তামিম আহমদ চৌধুরী সহ প্রমুখ।
টিকরপাড়া সমাজ কল্যাণ সংঘ এর প্রধান উপদেষ্টা এস.এম. হোসেন আলী (মাষ্টার) বলেন, কোভিড-১৯ যা বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস নামে মানুষের কাছে আতঙ্কময় এক অদৃশ্য শক্তির নাম। সম্প্রতি সময়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশেও করোনা ভাইরাস ধীরে ধীরে মহামারীর আকার ধারন করছে। এই কঠিন সময়ে বিশেষ করে আমাদের অসচেতনতার কারণেই লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। সকলের প্রতি অনুরোধ করবো, সকলে ঘরে থাকুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন। এছাড়া করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে জনপ্রতিনিধিরা অসহায় মানুষদের জন্য সরকারের বরাদ্ধকৃত চাল যারা আত্মসাৎ করতেছেন তারা মানুষ নয়, মানুষরুপী জানোয়ার। এরা দেশের ও সমাজের শত্রু।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd