সিলেটে র‌্যাবের অভিযানে কালোবাজারি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

সিলেটে র‌্যাবের অভিযানে কালোবাজারি গ্রেপ্তার

সিলেট নগরীর মজুমদার পাড়া এলাকা থেকে মালামালসহ এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। রোববার (১২ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি ওবাইন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এসএমপি, সিলেটের কোতোয়ালী থানাধীন ঈদগাহ বাজার মজুমদার পাড়া খেয়া ঘাটস্থ মেসার্স আবির ষ্টোরের ভিতর থেকে পুষ্টি সয়াবিন তৈল ১৪৩৮ লিটার, পুষ্টি সয়াবিন তৈল এর ১৩ টি খালি কাটুন, পাঁচ বস্তা ছোলা বুট ১২৫ কেজিসহ ১ জন কালোবাজারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা-সৈয়দ ফয়সাল আহমেদ (৪২), পিতা- মৃত সৈয়দ ইব্রাহীম আলী,সাং- খানুয়া, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..