‘কেউ আসেনি, এসেছে নার্স-পুলিশ: রাস্তায় জন্মনেয়া শিশু ও মায়ের দায়িত্ব নিলেন ওসি

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

‘কেউ আসেনি, এসেছে নার্স-পুলিশ: রাস্তায় জন্মনেয়া শিশু ও মায়ের দায়িত্ব নিলেন ওসি

ক্রাইম সিলেট ডেস্ক : বরিশালের উজিরপুর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) জিয়াউল আহসান মানবতার সেবায় এক দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি উজিরপুর উপজেলার সোনার বাংলা এলাকায় সড়কের পাশে জন্মানো নবজাতক ও তার পাগলি মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

শুধু তাই নয়, পাগলি ও তার নবজাতকের চিকিৎসার ব্যবস্থা করেছেন ওসি জিয়াউল আহসান। পাশাপাশি তাদের খাবার ও নতুন পোশাকও কিনে দিয়েছেন মানব সেবার দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

এর পরই পরই নবজাতক ও তার মায়ের দায়িত্ব নিতে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস। তিনি সমাজ সেবার মাধ্যমে শিশু ও তার মায়ের পরবর্তী ভরন পোশনের ব্যবস্থা করেছেন।

এর আগে সংবাদ প্রকাশের পরে রোববার দুপুরে ওসি জিয়াউল আহসান নিজে ঘটনাস্থলে পৌঁছে মহিলা পুলিশ কনস্টেবল এবং কয়েকজন নার্স এর এর সহযোগিতায় নবজাতক ও তার পাগলি মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।

জানাগেছে, ‘রোববার ভোরে বরিশালের উজিরপুর উপজেলার সোনার বাংলা এলাকায় সড়কের পাশে ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেয় এক ভবঘুরে পাগলি। করোনাভাইরাসের কারণে রাস্তাঘাট শূণ্য থাকায় তাকে সহযোগিতায় এগিয়ে আসেনি কেউ।

পরে অবশ্য অনেকেই অনেকেই খবর পেয়ে ছুটে আসেন। তবে তাদের আশার কারণ ছিল একটাই তা হলো জন্ম নেয়া শিশুকে দত্তক নিতে। কিন্তু মা-সন্তানের চিকিৎসার বিষয়টি নিয়ে ভাবেননি কেউ।

এ নিয়ে বিএসএল নিউজে সংবাদ প্রকাশিত হয়। সচিত্র সংবাদটি নজরে আসে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসানের। এর পর পরই তিনি নারী পুলিশ কনস্টেবল নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। ওসির এ মানব সেবাকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

ওসি জিয়াউল আহসান বলেছেন, তিনি মানব সেবাকে গুরুত্ব দিয়ে ভবঘুরে পাগলী ও তার সন্তানের চিকিৎসা সেবার ব্যাবস্থা করেছি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..