সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : দেশ যখন করোনাভাইরাস (কোভিড-১৯) সংকট মোকাবিলায় যুদ্ধ করতে ব্যস্ত, তখন কিছু জনপ্রতিনিধি ও ওপেন মার্কেট সেল (ওএমএস) ব্যবসায়ী ওএমএস প্রকল্পের চাল চুরিতে ব্যস্ত। এরমধ্যে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদারকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৩ এপ্রিল) রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কোরবান আলী সরদার ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউনে মজুত করেছেন, এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে যায় র্যাব সদস্যরা। অভিযানে ঘটনাস্থল থেকে হাত নাতে ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে আটক ও গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, সরকারি চাল কোনোভাবেই ব্যক্তিগত গুদামে রাখার সুযোগ নেই। চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd