করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের আ.লীগ নেতার মৃত্যু

ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন। তিনি জ্বর ও সর্দি-কাঁশি নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। গত ১৩ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, পরিবহন সংগঠনের গুরুত্বপূর্ণ ওই নেতা বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

তিনি বলেন, ‘জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর থেকে আমাকে ফোনে জানানো হয়েছে তিনি করোনা পজেটিভ ছিলেন।’ তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ওই নেতা রাজধানীর গুলশান এলাকায় বসবাস করতেন। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..