সিলেট ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
বাবর হোসেন :: সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হবার পর থেকেই গুজব আর অপপ্রচারকে মোকাবেলা করেই টিকে আছেন তাকবির ইসলাম পিন্টু।
তিনি নিজে আওয়ামীলীগ না করলেও তাঁর খালিফাদের কারনে অনেক আওয়ামীলীগ নেতার নেক – নজরকে উছিলা করেই তিনি সব কিছুকে মোকাবেলা করেই চলেছেন।
সাম্প্রাতিক সময়ে করোনা ভাইরাসের বিপর্যয় এবং সরকার থেকে বরাদ্র কৃত খাদ্য সহায়তার সামগ্রী বিলি বণ্টনকে কেন্দ্র করে তাকে নিয়ে আলোচনা সমালোচনা সহ গুজব এবং অপপ্রচার জনিত এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে ২৫ নং ওয়ার্ড সহ দক্ষিন সুরমা এলাকায়। তাকবির ইসলাম পিন্টু প্রথম কাউন্সিলর নির্বাচিত হবার পর গরু দিয়ে শুরু হয়েছিল গুজব এবং অপপ্রচার। চুরির দুটি গরু কোরবানীর ঈদের সময় তাঁর হস্তগত হবার পর নাকী সেগুলো তার খলিফাদের পরামর্শে কুমার পাড়ায় নিয়ে জবাই করে খাওয়ানো হয়েছিল। গরুর পর এবার চলছে চাউল ও আলু দিয়ে। তাঁর বিরুদ্ধে এানের সামগ্রী সঠিক ভাবে বন্টন না করার অভিযোগ অভিযোগ প্রথমে করেছেন মহিলা কাউন্সিলর রোকসানা বেগম শাহানাজ । তাকবির ইসলাম পিন্টুর বিরুদ্ধে সর্বশেষ গুজব একটু বড় ধরনের। গত ১২ এপ্রিল রাতে নাকী তাঁর বাড়ি পাশর্বতী কবরস্থান থেকে ৩০ বস্তা চাউল সহ সাদা পোশাকধারী সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
১৩ এপ্রিল সকালে সাড়ে ১০ টার পর তিনি আটক অবস্থা থেকে একজন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতার মধ্যেমে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সাগরদিঘীর পার থেকে ফেরেন। এখন প্রশ্ন হচ্চে, সেই কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাটি কে? বদর উদ্দিন কামরান নাকী শফিউল আলম নাদেল। এক্ষেত্রে গুজবের পাল্লা কিছুটা ভারী নাদেলের দিকে। সেই গুজবে কিছুটা টনক নড়েছে পিন্টুর ও, তিনি ১৩ এপ্রিল দক্ষিণ সুরমা থানায় তার নির্বাচনী প্রতিপক্ষ সাবেক কাউন্সিলর আশিক আহমেদকে দায়ী করে একটি জি ডি করেছেন (জি ডি নং ৪২৬) সাব ইন্সপেক্টর যতন ১৪ এপ্রিল বিষয়টি নিয়ে আশিক আহমেদের সাথে তার মোমিনখলার বাড়ীতে গিয়ে,, আলোচনা করেছেন। খোজারখোলা মাখন মিয়ার বাড়ীর কাছাকাছি স্থানে ২০ বস্তা আলুর একটি গুজব ছড়ানো হয়েছে তাকবির ইসলাম পিন্টুর বিরুদ্ধে। আলু সহ – সাবির্ক বিষয়ে দেখবাল করার জন্য নাকী ইন্সপেক্টর পদ মর্যাদায়র একজন কর্মকর্তা নাকী ২০ হাজার টাকা নজরানাও পেয়েছেন ইতোমধ্যে।
গুজবের এখানেই শেষ নয়, থানায় জি-ডি করার আবেদনে নাকী তাকবির ইসলাম পিন্টু উল্লেখ করতে চেয়েছিলেন, আশিক আহমদ ব্যাংকের ২২ লক্ষ টাকা ডাকাতি মামলায় একজন সাহাপ্রাপ্ত আসামী কিন্তু তার প্রথম খলিফা এ বিষয়টিকে উল্লেখ করতে দেন, নি। ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমীর উদ্দিন ১৫ এপ্রিল এক প্রশ্নের উওরে জানিয়েছেন, তাকবির ইসলাম পিন্টু আওয়ামীলীগের কেউ নয় এবং সার্বিক বিষয়টি উল্লেখ করে তিনি পররাষ্ট্রমন্তীকে অবগত করেছেন। কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুর এক পি এস নাদিরকে নিয়েও বেশ কিছু গুজব রয়েছে জনশ্রতিতে
লেখকঃ বাবর হোসেন নির্বাহী সম্পাদক সাপ্তাহিক বাংলার বারুদ, সভাপতি সিলেট সিটি প্রেসক্লাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd