সহজ শর্তে প্রবাসীদের ঋণ দেবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

সহজ শর্তে প্রবাসীদের ঋণ দেবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী

ক্রাইম সিলেট ডেস্ক : করোনার কারণে দেশে ফেরত আসা প্রবাসীদের সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ লক্ষে একটি পদ্ধতি প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের খাদ্য সহায়তা দিতে মন্ত্রণায় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। একইসাথে প্রবাসে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেশি ক্ষতিগ্রস্ত প্রবাস খাত। দেশে দেশে লকডাউন চলায় কর্মহীন লাখ লাখ প্রবাসী। এই পরিস্থিতিতে দফায় দফায় বৈঠক করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।

প্রবাসী ক্যলাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, কয়েকটি দেশ থেকে বাংলাদেশি কর্মী ফেরত আনতে বলা হচ্ছে। এই কর্মীরা ফেরত আসলে তাদেরকে সঠিকভাবে কোয়ারেন্টিন নিশ্চিত করার কথাও জানান মন্ত্রী। একইসাথে এই সব কর্মী যাতে দেশে এসে কিছু করতে পারে সে দিকে গুরুত্ব দেওয়া হচ্ছ।

এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে থাকা কর্মীরা খাদ্য সংকটে পড়েছে। দূতাবাসগুলোকে দেওয়া অর্থ এবং খাদ্য সরবরাহ অপ্রতুল বলছেন প্রবাসীরা। এমন বিষয়ে প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে।

প্রবাসে বাংলাদেশি কর্মীদের সুরক্ষার জন্য সংশ্লিষ্ট দেশে কুনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে। একইসাথে প্রধানমন্ত্রীও সেসব দেশে ফোন করবেন বলেও জানান মন্ত্রী ইমরান আহমদ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..