সিলেট ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের ‘খাদ্য ফান্ডের’ চাল নিয়ে বিতর্কে জড়ানো ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম লায়েকের দায় নিতে রাজি নয় মহানগর আওয়ামী লীগ। লায়েক মহানগর আওয়ামী লীগের কেউ নয় বলেও দাবি করে বিবৃতি দিয়েছেন সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কাউন্সিলর লায়েকের বিরুদ্ধে অনৈতিক খবর স্থানীয়, জাতীয় ও সোস্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। কোন কোন গণমাধ্যম তাকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর হিসেবে উল্লেখ করেছে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দেরও গোচরিভূত হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, কাউন্সিলর আবুল কালাম লায়েক মহানগর আওয়ামী লীগ বা কোন ওয়ার্ড/মহল্লা কমিটির সদস্য বা সাধারণ সদস্যও নয়। তাই মহানগর আওয়ামী লীগ তার কোন দায় নেবে না।
লায়েক মহানগর আওয়ামী লীগের অঙ্গ বা সহযোগী কোন সংগঠনের পদবীধারী হলে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সংগঠন তাকে অব্যাহতি দিতে হবে বলেও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে উল্লেখ করেন।
প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতিতে নগরীর গৃহবন্দি অসহায় মানুষকে সহায়তা করতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ‘খাদ্য ফান্ড’ গঠন করা হয়। চাহিদা মতো ত্রাণের প্যাকেট বরাদ্দ না পেয়ে ওই ফান্ডের ১২৫ বস্তা চাল নিয়ে যান কাউন্সিলর লায়েক। পরে সিটি করপোরেশন তাকে আড়াই হাজার প্যাকেট ত্রাণ বরাদ্দ দিতে সম্মত হলে লায়েক ১২৫ বস্তা চাল ফেরত দেন।
পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও ঘটনাটি ভুল বোঝাবুঝি বলে আখ্যায়িত করেছিলেন। তিনি বলেছিলেন, কাউন্সিলর লায়েক ৬ হাজার পরিবারের জন্য ত্রাণ দাবি করেছিলেন। কিন্তু তার এই দাবি অযৌক্তিক মনে হওয়ায় খাদ্য ফান্ড থেকে তা বরাদ্দ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে লায়েক ১২৫ বস্তা চাল নগরভবন থেকে নিয়ে যান। পরে তাকে আড়াই হাজার প্যাকেট ত্রাণ বরাদ্দ দেওয়া হলে তিনি চাল ফেরত দেন।
এদিকে, কাউন্সিলর লায়েক মহানগর আওয়ামী লীগের কেউ নয় দাবি করা হলেও তিনি সিলেট পৌর ছাত্রলীগের সাবেক সদস্য ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে দলীয় কার্যক্রমে যুক্ত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd