সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার চিকিৎসক মঈন উদ্দিন করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। এবার সুনামগঞ্জের আরেক চিকিৎসকের শরীরে ধরা পড়েছে করোনা। এই চিকিৎসক ঢাকার নারায়ণগঞ্জে করোনা রোগীদের জন্য নির্ধারিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপপরিচালক (স্বাস্থ্য)।
আজ বুধবার বিকালে তিনি নিজের আক্রান্ত হওয়ার তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ চিকিৎসক সংবাদমাধ্যমকে জানান, কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল তার মধ্যে। গত সোমবার তার শরীরের নমুনা নিয়ে পরীক্ষা করেন আইইডিসিআরের প্রতিনিধিরা। আজ বুধবার দুপুরে তাকে করোনা পজিটিভ বলে জানানো হয়।
তিনি আরো জানান, বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জের ওই ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন বিভাগের এক চিকিৎসক করোনাক্রান্ত। ওই চিকিৎসকের মাধ্যমে সুনামগঞ্জের ওই চিকিৎসক আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, আক্রান্ত এই চিকিৎসক সুনামগঞ্জে ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd