করোনা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান প্রশংসনীয়: সিলেটের ডিআইজি

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

করোনা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান প্রশংসনীয়: সিলেটের ডিআইজি

স্টাফ রিপোর্টার :: সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মহামারি হিসেবে ধারন করা কোভিড-১৯ (করোনা ভাইরাস) মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রশংসনীয় কাজ করছে উল্লেখ করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: কামরুল আহসান বিপিএম।

বৃহ্স্পতিবার (১৬ এপ্রিল) সকাল এগার ঘটিকার সময় সিলেট জেলা পুলিশ লাইন্সে করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের সচেতন করতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা উল্লেখ করেন।করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং কর্মহীন মানুষের পাশে থাকায় সারাদেশে পুলিশের ভাবমূর্তি অতীতের যেকোন সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস মোকাবিলায় সিলেট জেলা পুলিশের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা উল্লেখ করে তিনি বলেন জনগন কে সচেতন এবং সুরিক্ষিত রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি সর্বোচ্ছ গুরত্ব দিয়ে বিবেচনা করতে তিনি সিলেট জেলার সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে সচেতনতা মূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম,সিলেট রেঞ্জ অফিসে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শাহীনুর আলম খান,পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ইমাম মোহাম্মদ শাদিদ,সিলেট জেলার সকল উর্দ্ধতন কর্মকর্তা, অফিসার ইনচার্জগন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন,করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সিলেট জেলা পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত মানবিক দৃষ্টিকোন থেকে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে কাজ করছে। পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষায় ইতিমধ্যে একাদিকবার বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পুলিশ সদস্যদের সুরক্ষিত থেকে দৃঢ় মনোবল ও আত্ববিশ্বাস নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..