সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০
গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রাথমিকভাবে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি দল ওই রোগীর নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে ওই ব্যাক্তির করোনা ভাইরাসে আক্রান্ত বিষয়টির পজিটিভ প্রমানিত হয়।
আজ বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের নির্দেশনায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির বাড়ি ও গ্রামকে পুরোপুরি লকডাউন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার।
এছাড়াও গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায়ের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিদি দল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহান উদ্দিনের নেতৃত্বে অভিজ্ঞ ডাক্তারগণের একটি প্রতিনিদি দল ওই রোগীর বাড়িতে সরেজমিনে উপস্থিত হয়ে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব বলেন, রাজধানী ঢাকা থেকে ফেরত এক ব্যাক্তি গোয়াইনঘাটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে ও সহযোগিতায় তার বাড়ি ও গ্রামকে লকডাউন করে চিকিৎসার জন্য সিলট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd