বিশ্বনাথে বসতঘরে অগ্নিসংযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে এসপির কাছে দরখাস্ত

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

বিশ্বনাথে বসতঘরে অগ্নিসংযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে এসপির কাছে দরখাস্ত

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের বিশ্বনাথের কাউপুরে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলাটি মিথ্যা দাবি করেছেন ওই গ্রামের অারশ অালীর স্ত্রী ছায়া বেগম।

তিনি এ মামলার সুষ্ঠু তদন্ত চেয়ে সিলেটের পুলিশ সুপারের কাছে গত ১৩ এপ্রিল একটি দরখাস্ত দেন। ওই দরখাস্তে বলা হয়, কাউপুরের অাশিক উদ্দিন গং ছায়া বেগমের ঘরে অাগুন লাগিয়ে ওই ঘর তার দাবি করে বিশ্বনাথ থানায় একটি ‘মিথ্যা মামলা’ ( নং জিঅার – ১৯) দায়ের করেন।

উক্ত মামলা সঠিকভাবে তদন্ত করে মামলা থেকে তার স্বামী ও স্বজনদের অব্যাহতি চেয়েছেন। উল্লেখ্য, গত ১৮ মার্চ রাত দেড়টায় কাউপুরের অারশ অালীর বাড়িতে রহস্যজনক অাগুন লাগে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..