গোয়াইনঘাটে বজ্রপাতে নিহত ১

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

গোয়াইনঘাটে বজ্রপাতে নিহত ১

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বজ্রপাতে ১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কাপাউরা গ্রামে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। নিহত সাইদ আলী উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বরবন্দ (কাপাউরা) গ্রামের মোকসেদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় সাইদ আলী আজ শুক্রবার সকালে স্থানীয় মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ গোয়াইনঘাটে বজ্রপাতে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানার এস আই কাউসার আহমদ’র নেতৃত্বে পুুলিশ সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব জানান, বজ্রপাতে হতাহতের খবর পেয়েছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..