সিলেটে কালবৈশাখী ঝড়-তুফান, লন্ডভন্ড ঘর-বাড়ি

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

সিলেটে কালবৈশাখী ঝড়-তুফান, লন্ডভন্ড ঘর-বাড়ি

ক্রাইম সিলেট ডেস্ক :: পূর্ভাবাসকে সত্যি করে সিলেটে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বয়ে গেলো ঝড়-তুফান। এর আগে সিলেট অঞ্চলে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্ভাবাস দিয়েছিলেন আবহায়াবিদরা। তবে মধ্যরাতের এই ঝড়-তোফানের সময় শিলাবৃষ্টি হয়নি।

বৃহস্পতিবার দিবাগত (১৭ এপ্রিল) রাত ২টার দিকে শুরু হয় সিলেটে ঝড়-তুফান ও বৃষ্টি। তবে প্রায় ২ ঘণ্টাব্যাপী বয়ে যাওয়া এই কালবৈশাখীর মধ্যে শিলাবৃষ্টি হয়নি। এছাড়াও ঝড়ে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিস সূত্র আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে সিলেটে ২ ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এসময় সিলেট শহর ও শহরতলিতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিনে সিলেটসহ দেশের সব অঞ্চলেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

২৪ ঘণ্টা পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..