নিজেকে জেলা প্রশাসক পরিচয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী কারাগারে

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

নিজেকে জেলা প্রশাসক পরিচয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী কারাগারে

ক্রাইম সিলেট ডেস্ক : নিজেকে কুষ্টিয়া জেলা প্রশাসক পরিচয় দিয়ে করোনা সংক্রান্ত বিজ্ঞপ্তি ফেসবুক প্রচারের দায়ে মীর মনিরা নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুর ১২ টায় ওই ছাত্রীকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত মীর মনিরা শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

এর আগে শনিবার সকালে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মুছাব্বেরুল ইসলাম ওই ছাত্রীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন।

তিনি জানান, জেলা প্রশাসক প্রতিদিন করোনা বিষয়ে যেসব বিজ্ঞপ্তি অফিসিয়াল ফেসবুকে পোস্ট দেন সেসব কপি করে জেলা প্রশাসকের নাম ও স্বাক্ষর এডিট করে সেখানে নিজের নাম ও স্বাক্ষর দিয়ে সেটা তার পরিচিতদের কাছে পাঠাতেন মনিরা। বিষয়টি জানার পর গত শুক্রবার মীর মনিরাকে জেলা প্রশাসকের বাংলোয় ডাকা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহারের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন মনিরা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আইসিটি আইনের মামলায় ওই ছাত্রীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..