ছাত্রদল নেতা শাহ আলী নওয়াজ এর বাড়িতে পুলিশের অভিযান

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

ছাত্রদল নেতা শাহ আলী নওয়াজ এর বাড়িতে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার : মদনমোহন কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক শাহ আলী নওয়াজের বাসায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। আজ শাহপরান থানা পুলিশ নগরীর উপশহরে এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহপারান থানা পুলিশের উদ্যোগে শাহ আলী নওয়াজকে গ্রেফতার করতে সিলেট নগরীর শাহজালাল উপশহরে তার বাসায় পুলিশ অভিযান চালায়। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোয়ারাই ইসলামপুর গ্রামের মো: শাহাজাহানের পুত্র।

শাহ আলী নওয়াজের পরিবার থেকে অভিযোগ অভিযোগ করা হয়, বিনাকারণে পুলিশ তাদের বাসায় অভিযানের নামে হয়রানী করছে। বাসায় শাহ আলী নওয়াজকে না পেয়ে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। ঘরের আসবাব পত্র তছনছ করছে। একদিকে ছাত্রলীগ ক্যডারদের হামলার ভয় অন্যদিকে পুলিশের তল্লাশী জীবনকে দুর্বিসহ করে তুলেছে। নিরাপত্তা নেই কোথাও। শংকা নিয়ে কাটাতে হয় সব সময়।

তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, শাহ আলী নওয়াজের বিরুদ্ধে তাদের কাছে অভিযোগ রয়েছে। তাকে আটক করতে সম্ভাব্য স্থানসমূহে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..