সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে সিলেট নগর থেকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটক রাজিব রায় (৪৭) নগরের রামের দিঘীরপারের মৃত রাকেশ চন্দ্র রায়ের ছেলে। তাকে বর্তমানে কোতোয়ালি থানাহাজতে রাখা হয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, রাজিবের বিরুদ্ধে আরও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে বেড়ান তিনি। এবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করেছেন। খবর পেয়ে তাকে আটক করেছে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd