সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে কিসের লকডাউন, কিসের সচেতনতা কোনটাই মানছেনা অসাধু ব্যবসায়িরা। এটা কোন হাটবাজার বা সবজি বাজারের দৃশ্য নয়। দেদারছে ফুটপাত দখলে নিয়ে চালিয়ে দিচ্ছে রমরমা বাণিজ্য। এতে কোন সামাজিক দূরত্ব বা সচেতনতার বিন্দুমাত্র লেশ নেই। তাও আবার সিলেট নগরীর প্রাণকেন্দ্র লালদিঘীপাড় ফুটপাত এলাকায় গড়ে তোলা হয়েছে এরকম বাণিজ্য। প্রশাসনের নাকের ডগায় সকাল থেকে শুরু হয়েছে এই বাণিজ্য। বিভিন্ন জাতের শাক সবজি, ফলমুল থেকে শুরু করে মাছ পর্যন্ত্য এই ফুটপাতে প্রকাশ্যে বিক্রয় চলছে।
‘রোবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন ঘুরে দেখা যায়, যে যার মতো করে ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় জমিয়ে জিনিসপত্র ক্রয় করছে। বেশিরভাগ লোকেরাই ব্যবহার করছেনা মাস্ক বা হ্যান্ড গ্লাবস। নেই কোন হাত ধোয়ার পরিবেশও। এমনিতেই করোনা ভাইরাস ঝুঁকিতে রয়েছে পুরো সিলেট নগরী। ইতিমধ্যে সিলেট বিভাগে অর্ধশত’র উপরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাড়ি দিয়েছে। এই ঝুঁকিতে চলছে জনসমাগম আর কোলাহল পরিবেশে ব্যবসার হিড়িক। কিন্তু রহস্যজনক হলেও সত্য যে, সিলেট নগরীতে সামরিক বাহিনী সহ র্যাব ও পুলিশ সামাজিক দূরত্ব ও সচেতনতা রক্ষায় একযোগে কাজ করলেও লালদিঘীরপাড় এলাকায় তাদের কোন ছুয়া লাগে নি!’
এদিকে সচেতন মহল মনে করেন, প্রশাসনের এই নিরবতা সিলেট শহর’কে যেনও করোনা ভাইরাসের মৃত্যুপুরী’তে পরিণত না করে। প্রয়োজনে অবিলম্বে লালদিঘীপাড় এলাকায় থাকা সিসি ফুটেজ পরিক্ষা-নিরীক্ষা করে এই অসাধু ব্যবসায়িদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া। অন্যথায় গোঠা সিলেটবাসীকে এর মাশুল গুণতে হবে। এই রির্পোট লেখা পর্যন্ত্য রমরমা ব্যবসার হিড়িক চলছিলো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd