সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে স্ত্রী শিল্পী আক্তারকে (২৬) পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া এলাকায় লেবু বাগানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত শিল্পী আক্তার চুনারুঘাট উপজেলার হাটজুরা গ্রামের আবদুল সালামের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার গ্রামের ছিদ্দিক আলীর ছেলে সেলিম মিয়া তার স্ত্রী শিল্পী আক্তারকে নিয়ে বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় রাজ্জাক মিয়ার লেবুর বাগানে বসবাস করে তার বাগান দেখাশুনা করত। রবিবার রাতে পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম উত্তেজিত হয়ে শিল্পী আক্তারকে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সোমবার সকালে তিনি মারা যান। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিল্পী আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকেই সেলিম পালিয়ে যায়।
এদিকে সোমবার দুপুরে বাহুবল থানা পুলিশ মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ঘাতক সেলিম মিয়াকে আটক করে। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ ঘাতককে আটক করেছে বলে জানান ওসি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd