ছাতকে রেলের আব্দুর নুরের বিরুদ্ধে অশালীন আচরন ও হুমকির অভিযোগ

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

ছাতকে রেলের আব্দুর নুরের বিরুদ্ধে অশালীন আচরন ও হুমকির অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী/কার্য ভোলাগঞ্জ রোপওয়ে বাংলাদেশ রেলওয়ে ছাতক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল নুরের বিরুদ্ধে এক খালাসীকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও দেখে নেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৪ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে ছাতক বাজার নির্বাহী প্রকৌশলী বরবার খালাসী মোহাম্মদ তাজুল ইসলাম একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১২ এপ্রিল ২০২০ ইং তারিখ সরকারী ছুটির দিন ছিল। নির্বাহী প্রকৌশলী/ছাতকবাজার দপ্তরের অফিস সহকারী মাহমুদ আলম মুঠোফোনে নির্বাহী প্রকৌশলী/ছাতকবাজার দপ্তরের অধীনস্থ সকল কর্মকর্তা/কর্মচারীদের নিয়মিত বিল ও বৈশাখীভাতা প্রস্তুত করতে সহযোগিতা করার জন্য মোহাম্মদ তাজুল ইসলামকে অনুরোধ করেন ।
মোহাম্মদ তাজুল ইসলাম অত্র দপ্তরে প্রায় আড়াই বছর দাগুরিক কাজে ছিলেন। যে কারনে প্রধান সহকারী সুরঞ্জন পুরকায়স্থ ও অফিস সহকারী মাহমুদ আলমের অনুরোধ ক্রমে এসএসএই/কার্য্য এর মৌখিক নির্দেশক্রমে বিভিন্ন সময় তাদের দাপ্তরিক কাজে সহযোগিতা করেন মোহাম্মদ তাজুল ইসলাম।
গত ১২ এপ্রিল ২০২০ ইং তারিখে সকাল ১০টার সময় অফিস সহকারী মাহমুদ আলমের অনুরোধে দপ্তরে উপস্থিত হয়ে বিল তৈরিতে সহযোগিতা করছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী/কার্য ভোলাগঞ্জ রোপওয়ে বাংলাদেশ রেলওয়ে ছাতক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল নুর সরজমিনে উপস্থিত হয়ে নির্বাহী প্রকৌশলী দপ্তরে কাজ করায় মোহাম্মদ তাজুল ইসলামের মা-মাসী ধরে অকথ্য ভাষায় গালি-গালাজ করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত ১২ এপ্রিল ২০২০ ইং তারিখ সরকারী ছুটির দিন ছিল। আর সরকারী বন্ধের দিন যে কোন জাযগায় যেতে পারা যায়। মোহাম্মদ তাজুল ইসলামের নিয়ন্ত্রনকারী কর্মকর্তার অফিস ডাকলে তিনি যেতে বাধ্য । নিয়ন্ত্রনকারী কর্মকর্তার অফিসে যাওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি প্রদান করে মোহাম্মদ তাজুল ইমলামকে তাড়িয়ে দেন আব্দুর নুর অভিযোগে উল্লেখ করা হয়।
মোহাম্মদ তাজুল ইসলামকে সরকারী নিয়ম বর্হিভূত বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে আসছিলেন আব্দুর নুর। মোহাম্মদ তাজুল ইসলাম তার নির্দেশমত নিয়ম বর্হিভূত কাজ করতে অনিহা প্রকাশ করার কারণে বিভিন্ন সময়ে ব্যাক্তিগত আক্রোশে ক্ষিপ্ত হয়ে আছেন আব্দুর নুর।
ব্যক্তিগত আক্রোশের কারণে মোহাম্মদ তাজুল ইসলাম কর্মস্থলে উপস্থিত থাকার পরও গত ১০ এপ্রিল ২০২০ইং হতে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেননি আব্দুর নুর। এমন কি মোহাম্মদ তাজুল ইসলাম কাজ করতে চাইলে আব্দুর নুর নিষেদ করেন ও হাজিরা খাতায় অনুপস্থিত দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ছাতক বাজার নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন কর্মচারী কর্মস্থলে উপস্থিত থাকার পর কিছুতেই গর হাজির করা যায়না। কর্মস্থলে উপস্থিত থাকা সত্তেও তার নির্ধারিত দায়িত্বের বাইরে অন্য কোন কাজের নির্দেশ প্রদান করা হলে এবং তিনি তা পালন না করলে সে ব্যপারে ব্যবস্থা নেওয়ার জন্য পরবর্তী উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো যায়। কিন্ত উপস্থিত থাকা সত্তে তাকে গর হাজির করা সম্পর্ন বিধি বর্হিভূত। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যায় বিচারের স্বার্থে উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..