জকিগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ৪টি মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

জকিগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ৪টি মামলার আসামী গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামে থানা পুলিশের অভিযানে মাদকসহ চাঁরটি মামলার পলাতক আসামী নজরুল ইসলাম (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তার বাড়ি থেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলাম উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের মৃত বশির আলীর পুত্র।

নজরুল উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের মৃত বশির আলীর পুত্র। জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের খবরটি নিশ্চিত করে জানান, নজরুলের বিরুদ্ধে মাদক, চুরি সহ ৪টি মামলা রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে গরু চুরি সহ এলাকায় নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..