সিলেট ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মে ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে নিয়ে মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা।
শনিবার (২ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ঘুম আসে না। চোখ বন্ধ করলেই কেঁপে কেঁপে উঠি। হাত-পা ঠান্ডা হয়ে যায়। মাথার ওপরের ছাদটা সরে গেছে। পৃথিবীর সমস্ত বেদনায় ভারাক্রান্ত আমি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছি। কী হবার কথা ছিল কী হলো?’
তিনি আরও লিখেছেন, ‘খুব কি তাড়া ছিল তোমার এভাবে আমাদের সবাইকে নিঃস্ব করে চলে যাবার? আমাকে কিছু বলেও গেলে না। আমি আমাকে কী দিয়ে সান্ত্বনা দেব? মাকে কে দেবে সান্ত্বনা? তোমার সন্তানদের এতটা প্রশ্রয় আর কে দেবে? দুটো পরিবারের মধ্যমণি তুমি গার্জিয়ান তুমি। আজ সবার চোখে যে অশ্রুধারা কে মুছিয়ে দেবে।’
‘কোনো সমস্যা হলে কে দাঁড়াবে আর? এই সাংবাদিক, কেমন করে এভাবে চলে যেতে পারলে তুমি? আমার অনেক কথা বলার আছে, কিছুই বলতে পারছি না। শেষ সময়েও তোমার মুখে হাসি ছিল। সে ছবিটা বারবার ভাসছে। তুমি যেখানে গেছ মহান আল্লাহ তোমাকে সর্বোচ্চ স্থানে আসীন করুক। এই পৃথিবীর চাইতে আরও বড় এক পৃথিবী তোমাকে উপহার দিক। ভালো থেক, অনেক অনেক ভালো থেক…।’
প্রসঙ্গ, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd