সিলেট ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মে ১৭, ২০২০
বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা সেতু এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৬ মে) দুপুরে গজুকাটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতদের কাছ থেকে ৫৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা বহনকাজে নিয়োজিত একটি সিএনজি অটোরিকশাও আটক করে বিজিবি। এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ১৪১ টাকা, ২টি মোবাইল, ১টি মেমোরি কার্ড ও ৩টি সিম কার্ড উদ্ধার করে বিজিবি।
আটককৃতরা হলেন- শাহপরান থানার ইসলামাবাদ গ্রামের মৃত ইন্তেজ আলী খানের ছেলে মো. লিচু খান (৫৫) ও একই থানার শাহপরান গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো, এরশাদুল রহমান (২০)।
বিজিজি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd