সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনা সারাবিশ্বে মহামারি রূপ নিয়েছে। বিশ্বের উন্নত দেশগুলো সকাল প্রকার স্বাস্থ্যবিধি মেনেও সংক্রমন থেকে বাঁচতে পারবেন না। বাংলাদেশ সরকারও স্বাস্থ্যবিধি মানার জন্য বার বার তাগিদ দিচ্ছে।
তবুও সিলেটে মানছেন না কেউ স্বাস্থ্যবিধি। অবাধে চলাফেরা করছেন। মুখে মাস্ক নেই, হাতে গ্র্যাভস নেই। নেই শারিরীক দুরত্ব। একে অন্যের সাথে ঘেঁষাঘেষি করে কেনাকাটা, বাজার করছেন।
নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, কালিঘাট পাইকারী বাজার, সবজি বাজার, বন্দর ব্রহ্মময়ী বাজার দেখলে মনে হয় না লকডাউন চলছে। বোধ হয়- নগরী ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। যার কারনে- দিন দিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে হাসপাতালের রোগীর সংখ্যা।
শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ১৮ জনের শরীরে পাওয়া যায় করোনার অস্তিত্ব।
এভাবে দিন দিন সিলেটে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সিলেট বিভাগে আজ শনিবার (১৬ মে) পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১১৬, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ১১৮ ও মৌলভীবাজার জেলায় ৫৭ জন।
আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন। তার মধ্যে সিলেটে ৩৬, সুনামগঞ্জে ৩৬, হবিগঞ্জে ৬৮ ও মৌলভীবাজারে ১জন।
এখন পর্যন্ত সিলেটে করোনায় মৃত্যুবরণ করেছেন ৬ জন। সিলেটে ডা. মঈন উদ্দিনসহ মারা যান ৩ জন, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় কারো মৃত্যু ঘটেনি।
তবে করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৬৯ জন। তন্মধ্যে সিলেটে ১৩, সুনামগঞ্জে ২১ ও হবিগঞ্জে ৩৫ জন। তবে মৌলভীবাজারে এখনও কেউ সুস্থ হননি।
পরিসংখ্যান অনুযায়ী- সিলেটে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। এ জন্য স্বাস্থ্যবিধি না মেনে চলাকে দায়ি করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, করোনা সংক্রমন ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকল স্বাস্থ্যবিধি মেনে চললে ও শারিরীক দুরত্ব বজায় রাখলে করোনার ছোবল থেকে মুক্তি পাওয়া সম্ভব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd