করোনার উপসর্গ নিয়ে সামসুদ্দিনে আরো একজনের মৃত্যু

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০

করোনার উপসর্গ নিয়ে সামসুদ্দিনে আরো একজনের মৃত্যু

ক্রাইম সিলেট ডেস্ক :: করোনার উপসর্গ নিয়ে
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরেক জনের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেটের মোগলাবাজার থানা এলাকায়। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. জন্মেজয় দত্ত।

তিনি জানান, ওই ব্যক্তি ডায়াবেটিক ও ব্লাডপ্রেশারসহ নানা রোগ নিয়ে একটা প্রাইভেট ক্লিনিক থেকে সোমবার শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সন্ধ্যায় জ্বর, কাশি, সর্দি নিয়ে তিনি মারা যান। মৃত ব্যক্তির বয়স ৫০ বছর।

মৃতের নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনেই লাশ দাফন করা হবে বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..