সিলেট ৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মে ২০, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামী গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের হাফিজ আব্দুল গফফারের পুত্র সৈয়দ মাহমুদ আহমদ (৫৫), একই গ্রামের সিরাজুল হকের পুত্র জাহাঙ্গীর আলম (৪৫)।
সৈয়দ মাহমুদ আহমদের বিরুদ্ধে ৪টি ওয়ারেন্ট ইস্যু ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেও ৪টি ওয়ারেন্ট ইস্যু রয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, এই দুই আসামী দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশীষ চন্দ্র তালুকদার ও এএসআই মো. ইউসুফ আলীর নেতৃত্বে একদল পুলিশ আসামী জাহাঙ্গীর আলম ও মাহমুদ আহমদদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে পুলিশ তাদের কোর্টে প্রেরণ করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd