সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মে ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বুধবার সুমন ব্রাদার্স ও এস বি ফার্নিচার এর সার্বিক সহযোগিতায় মরহুম হাজী তাজ্জুব আলী ট্রাস্টের পক্ষ থেকে এবং ট্রাস্টের পরিচালকবৃন্দের উদ্যোগে এই খাদ্য ও ঈদ উপহার সহায়তা দেওয়া হয়।
করোনা পরিস্থিতিতে লকডাউনের কারনে ঘরবন্দি নিম্ন আয়ের মানুষ ও ভাদেশ্বর এর পরিবহন শ্রমিক লাইটেস ও বাস ড্রাইভাদের মধ্যে খাদ্য ও ঈদ উপহার দেওয়া হয়।
ট্রাস্টের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দশ কেজি চাল,দুই কেজি আলু,দুই কেজি পেয়াজ,এক কেজি ডাল ও এক লিটার তেল প্রদান করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন এস বি ফার্নিচারের স্বত্তাধিকারী সুমন আহমেদ, সুমন ব্রাদার্সের স্বত্তাধিকারী হাজি ফলিক আহমেদ, হাজি শাহিন আহমেদ। উদ্যোক্তারা বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে সকল বিত্তবান মানুষ এগিয়ে এলে সাধারণ মানুষের বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের ঘর থেকে বের হতে হবে না। আর তা হলে করোনার সংক্রমন ঠেকানো সহজ হবে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd