সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় সিরাজ মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সে ওই গ্রামের চমক অালীর পুত্র।
জানা যায়, মঙ্গলবার বিকেলে মোহনপুর গ্রামের শহিদ মিয়া ও ফিরুজ আলীর মধ্যে তুচ্চ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় স্থানীয় লোকজন তা সমাধান করে দিলে বাড়িতে যাওয়ার পথে ফিরুজ মিয়া তার লোকজন সিরাজ মিয়াকে তার বাড়ির সামনে পেয়ে দেশিয় অস্ত্র দিয়ে আঁঘাত করে। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে তিন ব্যক্তিকে অাটক করা হয়েছে বলে থানার এসঅাই সৈয়দ অাবদুল মন্নান জানিয়েছেন।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd