দয়ার ভিখারি : সাজেদা আক্তার রানী

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ২০, ২০২০

দয়ার ভিখারি : সাজেদা আক্তার রানী
আজকে ফিরিয়ে দিওনা প্রভু দু’হাত
তুলে প্রার্থনা করি,
আমরা দয়ার ভিখারী।
ভিকারি আজ সারা দুনিয়ায় কেঁদে
কেঁদে প্রাণ ভিক্ষা চায়,
পরে মহামারী করোনায়।
এই ক্বদরের রাতে ফিরাইওনা মোরা
অসহায় তোমার অফুরন্ত ভান্ডার
হতে কিছু দয়া দাও ভিক্ষা দুনিয়ায়।
জানি আজ আছি কাল থাকবো
না আর কি চাই আমরা জানো
তুমি আমরা কি-ধনের কাঙ্গাল।
কিছু দিনের অতিথি আমরা
তবু দয়াল এমন মউত দিওনা মোদের
যে মউতে কাফন-দাফন হয়না যে কভু।
প্রভু তুমি থাকতে দুনিয়ার
এ হাল কি করে
বলো সয্য করি আমরা দয়ার ভিখারী।
এভাবে আর কতো কাঁদবে
দুনিয়ায় কেউ পাশে আসে না
করোনার মরায় নিজ সন্তান ও ভয়ে লাশ রেখে পালায়।
একদিন তো যাবোই পরাপারে
এ মউতে নিওনা মোরা কাতরে
মিনয় করি আমরা দয়ার ভিখারী।
যখন চাঁদ তারা কিছুই ছিলনা তুমি
ছিলে আর কেউ ছিলনা ক্বদরের
এই রাতে মোদের ফিরায় দিওনা।
মালা-কাল মউত প্রভু লা-শারিকালাহু
এমম মউত দিওনা প্রভু কভু
স্বরণে-চরণে রেখো মোদের প্রতি মুহূর্ত।
লা-ইলাহা-ইল্লালাহু -করোনা
থেকে মুক্তি দেও প্রভু আজ এই মিনতি
বার বার করি আমরা দয়ার ভিখারী।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..