সিলেট ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মে ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
জানা গেছে, গত সোমবার (১৮ মে) সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকায় একজন নারীর বিশ হাজার টাকা ও চেকবই ছিনতাই হয়। এই ঘটনায় ওই নারী সিলেট কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। পরে ওই এলাকার সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইকারীদের চিহ্নিত করে এসএমপি। সেই ফুটেজের সূত্র ধরেই প্রথমে সিলেট নগরীর চৌকিদেখি এলাকা থেকে জয়নাল আবেদিন ডায়মন্ডকে গ্রেফতার করা হয়।
ডায়মন্ডকে আটকের খবর পেয়ে মঙ্গলবার (১৯ মে) রাত একটার দিকে থানায় হাজির হন সারোয়ার হোসেন চৌধুরী। এসময় ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় পুলিশ তাকেও আটক করে।
সিলেট কোতায়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা জানান, ছিনতাইর শিকার হওয়া মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ডায়মন্ড ও সারোয়ারকে শনাক্ত করা হয়। পরে তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। তাই ডায়মন্ড এবং সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd