সিলেটে ‘ফিজা’কে বড় অঙ্কের জরিমানা

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মে ২০, ২০২০

সিলেটে ‘ফিজা’কে বড় অঙ্কের জরিমানা

ক্রাইম সিলেট ডেস্ক :: মাত্র এক সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোম্পানিকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। র‌্যাবের ভেজালবিরোধী অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করে র‌্যাবের আভিযানিক দল। এর আগে গত ১২ মে ফিজা’র একটি শাখাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

আজ বুধবার র‌্যাব জানায়, গত অভিযানে পণ্যের মান নিম্ন হওয়ায়, অপরিচ্ছন্নতা, পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় ফিজা এন্ড কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফিজা থেকে ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়।

র‌্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা ওবাইন জানান, জরিমানাকৃত টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..