কানাইঘাটে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, পুলিশ সুপারের নিকট অভিযোগ

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

কানাইঘাটে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, পুলিশ সুপারের নিকট অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সিলেটের কানাইঘাট উপজেলায় নিরুহ পরিবারের লোকজনের বিরুদ্ধে একেরপর এক সাজানো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে একটি কু-চক্রী মহল। এই মামলাবাজদের বিরুদ্ধে ৩০ মে শনিবার সিলেট জেলা পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ করছেন উপজেলার এরালীগুল গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে নাজিম উদ্দীন, রমুক্তিযুদ্ধা শামসুদ্দিন চৌধুরীর ছেলে ইকবাল বাহার চৌধুরী ও আলী হোসেন পিতা মৃত ময়না মিয়া।
এই তিন ভূক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার মিকির পাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে আজির উদ্দিন (৫৫), আজির উদ্দিনের ছেলে কয়ছর (২৫), আজিজুর রহমান (খাজু)র ছেলে ইবজাল (৩০), রফিকুল হকের ছেলে ফরিদ (২৮)সহ আরো ৩/৪ জন অভিযোক্ত লোক এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ সকল ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছে। কেউ তাদের ‍অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। প্রতিবাদ করলেই পড়তে হয় বিভিন্ন হামলা ও মামলার ঝামেলায়।
অভিযোগে আরও জানা গেছে, অভিযুক্ত ইবজাল কানাইঘাট থানা পুলিশ সোর্স পরিচয় দিয়ে পুলিশের ভয় দেখিয়ে এলাকার লোকদের হয়রানি করে যাচ্ছে। তারা সাথে রয়েছে উপরে উল্লেখিত অভিযোক্তরা।
তাহারা ধনে বলে বলবান ও খারাপ প্রকৃতির লোক হওয়ায় এলাকায় সকল অসামাজিক কার্যকলাপে জড়িত। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাহারা স্থানীয় বিচার ও আদালত তোয়ক্কা করে না। ইতিমধো অভিযক্তরা কয়ছর সহ তাহার দলের লোক ভারত থেকে চোরাচালান গরু আনতে গিয়া বিএসএফ এর সহিত ঝগড়া করিয়া গুলিবৃদ্ধ হয়।
উল্লেখিত দরখাস্তকারী নাজিম উদ্দীন বাজার সভাপতি হয়ে এলাকার লোকজন নিয়ে উপরোক্ত অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় অভিযুক্ত ফরিদ উদ্দিন গং তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরিয়া ফরিদ উদ্দিন ১০/৩/২০১৮ আমাকে হত্যার চেষ্টা করে আমি এব্যাপারে নাজিম উদ্দীন কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করি মামলা নং ১০ জি,আর ৬৮তারিখ ১২/৪/১৮ ইং ধারা ৩৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪১/৩৯৭/৫০৬/দন্ডবিধী যাহা মাননীয় আদালতে বিচারাধীন রয়েছে। বিগত ২৩/০৫/২০২০ ইং তারিখে অভিযুক্ত কয়ছর ভারত সীমান্তে আহত হয় এবং উপরোক্ত অভিযুক্তরা একজোট হয়ে নাজিম উদ্দীনের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। যাহা মামলা নং ১৬,জি,আর ১০৫,তারিখ ২৮/০৫/২০ ইং।
বর্তমানে এই চক্রটি নাজিম উদ্দীনকে আরো মামলা দিবে বলে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় অভিযুক্তদের মামলাটি মিথ্যা সঠিকভাবে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..