সিলেটে দুই ল্যাবে আরো ৪৩ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

সিলেটে দুই ল্যাবে আরো ৪৩ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :: সিলেটে রোববার (৩১ মে) নতুন করে দুই ল্যাবে আরও করোনা আক্রান্ত হয়েছেন আরো ৪৩ জন।সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত পিসিআর ল্যাবে মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ টি রিপোর্ট আসে পজেটিভ।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন। করোনা আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এর আগে ৩০ মে শনিবার একই হাসপাতালে ১৮০ টি নমুনা সংগ্রহ শেষে করোনা রিপোর্ট পজেটিভ আসে ৪৯ টি।

এদিকে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার।

রোববার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২১ জনের করোনা শনাক্ত হয়। এই ২১জন নিয়ে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬৫ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ৯৬৮ জন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..