জায়েদ খানকে ধুয়ে দিলেন সাহসী হিরো আলম

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২০

জায়েদ খানকে ধুয়ে দিলেন সাহসী হিরো আলম

ক্রাইম সিলেট ডেস্ক : ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমকে চেনেন না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান। সম্প্রতি অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক ফেসবুক লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা বলেন তিনি। এমনকী, ওই লাইভে হিরো আলমকে বেশ তুচ্ছ তাচ্ছিল্যও করেন জায়েদ খান।

জয়ের ওই ফেসবুক লাইভ অনুষ্ঠানে শিল্পী সমিতির সভাপতি খল অভিনেতা মিশা সওদাগরও ছিলেন। সেখানে শেষ প্রশ্ন হিসেবে মিশার কাছে জয় জানতে চান, ‘হিরো আলম তো চলচ্চিত্রে অভিনয় করেছেন, তিনি কি শিল্পী সমিতির সদস্য? জয়ের এই প্রশ্নটি ভালোভাবে শুনতে না পেরে মিশা জবাব দেন, ‘হ্যা তিনি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য।’

মিশার এই উত্তরকে তৎক্ষনাৎ শুধরে দেন জায়েদ খান। তিনি বলেন, ‘না না না ভুল আছে। আমার সভাপতি প্রশ্নটা ঠিকমতো শুনতে পারেননি। হিরো আলম শিল্পী সমিতির সদস্য না।’ এর পরই জায়েদের কাছে মিশা জানতে চান, ‘কার কথা বলল, কোন আলম? জায়েদ খান জবাব দেন, ‘ওই যে মিউজিক ভিডিও করে একটা ছেলে। হিরো আলম না কি যেন নাম।’

এর পরই হিরো আলমকে তাচ্ছিল্য করে জয়ের উদ্দেশ্যে জায়েদ খান বলেন, ‘আমরা হিরো আলম নামে কাউকে চিনি না। আমরা হিরো বলতে বুঝি নায়ক রাজ রাজ্জাককে, হিরো বলতে বুঝি নায়ক ফারুক, নায়ক আলমগীরকে। আমরা এছাড়া কোনো হিরোকে চিনি না।’

জায়েদ খানের এই বক্তব্য সহজভাবে নিতে পারেননি হিরো আলম। তিনি সোশ্যাল মিডিয়ায় শাহরিয়ার নাসিম জয়ের এই লাইভের সঙ্গে নিজের ভিডিও জুড়ে দিয়ে বলছেন, জায়েদ খান আপনি আমাকে চেনেন না, আমি এর আগে একটা সিনেমা করেছি মার ছক্কা। আমার দ্বিতীয় ছবি সাহসী হিরো আলম। যার প্রযোজনা আমি নিজেই করেছি, নিজেই হিরো।

হিরো আলম ভিডিওতে বলেন, ‘হিরো আলমকে ওরা তুচ্ছ করে মূল্যায়ণই দিলো না জায়েদ খান ভাই। কী বলল, ওরা নাকি হিরো আলমকে চেনে না। বলল ওই যে মিউজিক ভিডিও করে হিরো আলম। আমি জায়েদ খান ভাইকে একটা কথা বলতে চাই, আপনি যে তুচ্ছ করে কথাটা বললেন, আপনি জায়েদ খান একদিকে দাঁড়াবেন, আমি হিরো আলম একদিকে দাঁড়াবো, দেখি আপনাকে কয়জন চেনে, আর আমি হিরো আলমকে কয়জন চেনে। আপনি এইভাবে কথা বললেন না? আপনাদের এই রকম অহংকারী কথাবার্তার জন্য আজকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে।’

আশরাফুল আলম ওরফে হিরো আলমের সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আমকি এই মুহূর্তে বগুড়ায় আছি। ভিডিও প্রসঙ্গে কথা বললে তিনি বলেন, জায়েদ খান ভাই আমাকে তুচ্ছ করে কথা বলছে। এতে আমি অপমানিত হয়েছি। উনি এইভাবে কথা বলতে পারেন না। উনাকে কয়জন চেনে? আপনারা জানেন আমাকে কয়জন চেনে, আমাকে ভারতের বিভিন্ন এলাকা থেকে ডেকে নিয়ে যায়। উনি নিজের কথা না ভেবে পরকে এভাবে তুচ্ছ করে বলেই চলচ্চিত্রের এই অবস্থা।’

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..