সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ৪, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: প্রায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউপিতে একতলা বিশিষ্ট নতুন ডিজাইনে কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর দর্পনগরস্থ বাড়ির পাশে তাঁর দানকৃত ভূমিতে এ কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির।
দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলের সার্বিক তত্ত্বাবাধনে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুকান্ত, সমাজসেবি কামাল উদ্দিন চৌধুরী, সামস উদ্দিন চৌধুরী, আব্দুস সালাম, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, শিক্ষক আবুল হাসনাত, সাংবাদিক শাহীন আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্থর কালে ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির ও ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল বলেন, প্রত্যঞ্চ অঞ্চলের প্রতিটি পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে কমিউনিটি ক্লিনিক। সেই আলোকে দেশের প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হচ্ছে।
কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা সহ গ্রামীণ এলাকার মানুষের জন্য সব ধরনের স্বাস্থ্য সেবার পরামর্শ সহ জীবন রক্ষাকারী ঔষধ বিতরণ করা হয়ে থাকে। দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে ভিত্তিপ্রস্তরকৃত এ কমিউনিটি ক্লিনিক সহ আরো ২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd