সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
আলী হোসেন গোয়াইনঘাট :: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় ও গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদের তত্ত্বাবধানে উপজেলার জাফলংয়ে লক্ষাধিক পিস ভারতীয় নাসির বিড়িসহ একজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। ধৃত আসামী উপজেলার রুস্তমপুর ইউনিয়নের নিজদর গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল কাদির(২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত ও এএসআই রুহুল আমিনের নেতৃত্বে জাফলংয়ের রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় নাসির বিড়িসহ আব্দুল কাদিরকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল কাদিরের অপর সহযোগী জাফলং ছৈলাখেল অষ্টম খন্ড গ্রামের জালাল উদ্দিনের ছেলে হযরত আলী পালিয়ে যায়। লক্ষাধিক পিস ভারতীয় নাসির বিড়িসহ এক জনকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, আসামীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে ধৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
১২৭৪নং পিলার দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় পাতার বিড়ি প্রবেশের বিষয়ে সংগ্রাম সীমান্ত ফাড়ির ক্যাম্প কমান্ডার মোঃ তরিকুল ইসলাম’র সাথে যোগাযোগ করা হলে তিনি কোন প্রকার উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। অপর দিকে এফএস সদস্য মোঃ আব্দুস সাত্তারের সাথে আলাপ করতে চাইলে উনার ব্যাবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd