ছাতকে আরও ২৩ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

ছাতকে আরও ২৩ জনের করোনা শনাক্ত

ছাতক প্রতিনিধি :: ছাতকে নতুন করে ২৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে ২২ জনই উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাসিন্দা। একজন একটি ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ বলে জানা গেছে।

তিনি শহরে বসবাস করেন। জাউয়া ইউনিয়নের ২২ জনের মধ্যে করোনা আক্রান্ত জাউয়া গ্রামের ৬ জন, খিদ্রাকাপন গ্রামের ৩ জন, কৈতক গ্রামের ১১ জন, গণিপুর গ্রামের ১ জন ও বড়কাপন গ্রামের একজন রয়েছেন।

গত দু’দিনে ১০০ জনের নমুনা প্রেরন করা হলে ৪৮ জনের নমুনা পরিক্ষা শেষে ২৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। ৫২জনের ফলাফল সোমবার আসতে পারে বলে জানান কৈতক হাসপাতালের আরএমও ডা. মোজাহারুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, রোববার পর্যন্ত পিসিআর ল্যাবের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন করে ২৩ জনসহ উপজেলায় মোট ৭৪ জনের শরিরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬জন ও মারা গেছেন ৩জন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..