সিলেটে মামার ৩ লাখ টাকা হাতিয়ে নিতে ভাগ্নের ছিনতাইয়ের নাটক, অত:পর গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

সিলেটে মামার ৩ লাখ টাকা হাতিয়ে নিতে ভাগ্নের ছিনতাইয়ের নাটক, অত:পর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রোববার দুপুর পৌনে ১টার দিকে এঘটনা ঘটে। নগরীর পাঠানটুলায় রূপালী ব্যাংক থেকে মামার ৩ লক্ষ ৬ হাজার টাকা উত্তোলন করেন ভাগনা আব্দুল হক। ব্যাংকের নিচে নামার সাথে সাথে ফিল্মি স্টাইলে সিএনজিযোগে ছিনতাইকারীরা এসে অ্যাটাক করে আব্দুল হকের উপর। ঝাপটা মেরে সিএনজিতে তুলে। অত:পর নিয়ে যায় চা বাগানে। সাথে থাকা ৩ লক্ষ টাকাও ছিনিয়ে নেয় সিএনজিতে থাকা দুই ছিনতাইকারী। বাহ্যিকভাবে এমনটা ঘটলেও বাস্তবতা পুরোপুরি ভিন্ন।

মামার ৩ লাখ ৬ হাজার হাতিয়ে নিতে এমনভাবে নাটক সাজায় আব্দুল হক। এ ঘটনায় আব্দুল হকের পরিবার এসএমপির কোতোয়ালী থানা পুলিশকে জানালে অনুসন্ধানে নামে পুলিশ। অনুসন্ধানে জানা যায়- পুরোটাই ছিল আব্দুল হকের সাজানো নাটক।

পুলিশের জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেন আব্দুল হক। তিনি বলেন, তার মামার উল্লেখিত টাকা প্রতারনা মূলকভাবে আত্মসাতের উদ্দেশ্যে সে তার নিজের হাত ব্লেড দিয়ে কেটে তার সহযোগী আব্দুল্লাহ আল সাদী (১৯) এবং রাশেদ (২০) এর মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা সাজিয়েছে।

এ ঘটনায় ছাতকের মোহাম্মদ পুর গ্রামের রিদানুল ইসলাম আজাদ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের নতুন বাংলা বাজার গ্রামের মো. রমজান আলীর পুত্র মো. আব্দুল হক ও এসএমপির জালালাবাদ থানার ডলিয়া এলাকার রাশেদ।

আব্দুল হক জানান, গত ৭ জুন দুপুর পৌণে ১টার দিকে আব্দুল হক ও তার ছোট ভাই নাজমুল হক (১২) সহ রূপালী ব্যাংক লিঃ মদিনা মার্কেট শাখা, সিলেট হইতে গোপন নাম্বারের মাধ্যমে ৩ লক্ষ ৬ হাজার টাকা তুলে। উক্ত টাকা থেকে মো. আব্দুল হক তার ছোট ভাই নাজমুল হকের কাছে দুটি বান্ডিলে ৫১ হাজা ও অবশিষ্ট দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা তার কাছে রাখে।

পরবর্তীতে মোঃ আব্দুল হক তার ছোট ভাই নাজমুল হক সহ ব্যাংকের নিচে নামার সাথে সাথে তার পূর্বপরিকল্পনা অনুযায়ী আব্দুল্লাহ আল সাদী ও কামরান মিয়া সিএনজি যোগে ঘটনাস্থলে এসে আব্দুল হককে সিএনজিতে তুলে নিয়ে যায়। এসময় নাজমুল হক দৌড়ে বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদেরকে জানালে তারা ঘটনাস্থলে এসে এখানে টাকা ছিনতাই হয়েছে উল্লেখ করে কোতোয়ালী মডেল থানায় মৌখিকভাবে জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..