সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: কলম সৈনিকদের প্রতিষ্ঠান সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ৮টি ভোট পেয়ে জয়লাভ করেছেন দৈনিক উত্তরপুর্ব ও সিলেট ভিউ ২৪ডটকম এর গোয়াইনঘাট প্রতিনিধি এম এ মতিন।
এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদন্ধীতায় বিজয়ী দৈনিক সমকাল ও দৈনিক শুভপ্রতিদিন এর গোয়াইনঘাট প্রতিনিধি মোঃ জাকির হোসেন।
আজ (১৫জুন) সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা আগামী ২ বছর গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।
উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব, গোয়াইনঘাট থানার সার্কেল এসপি নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ আব্দুল আহাদসহ গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এবারের নির্বাচনে মোট ভোটার ১৭জনের মধ্যে ১৬সদস্য ভোট দিয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে মনজুর আহমদ (দোয়াত কলম) মিনহাজ উদ্দিন (ক্যামেরা) এম এ মতিন (কম্পিউটার) প্রতিক নিয়ে মোট ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
নির্বাচন কমিশনানের দায়িত্বে ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার হারুন অর রশীদ, নির্বাচন কমিশনার ইমরান হোসেন সুমন ও সুবাস দাস।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd