সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে স্কুলের শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়ম-লুকোচুরি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদের মূখে বাতিল করা হয়েছে এ পরীক্ষা। পণ্ড হয়ে গেছে জামায়াতীদের নিয়োগ ষড়যন্ত্র। বৃহস্পতিবার(১৮ জুন) কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল অগ্রগামী উচ্চবিদ্যালয়ের এ নিয়োগ পরীক্ষা নেওয়া হয়।
স্থানীয় সংবাদ সূত্র জানায়- উপজেলার বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া জামাল ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম দু’জনই জামায়াত সমর্থিত। গতবছর স্কুলটি এমপিওভুক্ত হলে তিনটি পদে একজন করে নিয়োগ দিতে হচ্ছে। পদগুলো হচ্ছে- প্রধান শিক্ষক,অফিস সহকারী ও এমএলএসএস। গত বছরের ২৪ ডিসেম্বর দৈনিক সিলেটের ডাক পত্রিকায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউন জনিত নানা কারণে সময়মত নিয়োগ পরীক্ষা নেওয়া হয়নি। এ অবস্থায় পরবর্তী সার্কুলার না জানিয়ে এই করোনাকালে হঠাৎ করে ১৮ জুন পরীক্ষার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd