কানাইঘাট বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৩টি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

কানাইঘাট বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৩টি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে স্কুলের শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়ম-লুকোচুরি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদের মূখে বাতিল করা হয়েছে এ পরীক্ষা। পণ্ড হয়ে গেছে জামায়াতীদের নিয়োগ ষড়যন্ত্র। বৃহস্পতিবার(১৮ জুন) কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল অগ্রগামী উচ্চবিদ্যালয়ের এ নিয়োগ পরীক্ষা নেওয়া হয়।

স্থানীয় সংবাদ সূত্র জানায়- উপজেলার বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া জামাল ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম দু’জনই জামায়াত সমর্থিত। গতবছর স্কুলটি এমপিওভুক্ত হলে তিনটি পদে একজন করে নিয়োগ দিতে হচ্ছে। পদগুলো হচ্ছে- প্রধান শিক্ষক,অফিস সহকারী ও এমএলএসএস। গত বছরের ২৪ ডিসেম্বর দৈনিক সিলেটের ডাক পত্রিকায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউন জনিত নানা কারণে সময়মত নিয়োগ পরীক্ষা নেওয়া হয়নি। এ অবস্থায় পরবর্তী সার্কুলার না জানিয়ে এই করোনাকালে হঠাৎ করে ১৮ জুন পরীক্ষার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে এ পরীক্ষা গ্রহণ শুরু করে স্কুল মনোনীত নিয়োগ বোর্ড। নিয়োগ বোর্ডে ছিলেন স্কুল কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া জামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম ও ডিজি প্রতিনিধি কানাইঘাট সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলিছুর রহমান। নিয়োগ পরীক্ষায় প্রধান শিক্ষক পদে পরীক্ষার্থী হাজির করা হয় স্কুল সভাপতির আত্মীয় ও স্কুল কমিটির অভিভাবক সদস্য আজমল হোসেন,জহুরুল ইসলাম মুজিবুল হক এই ৩ জনকে। আফিস সহকারী পদে পরীক্ষার্থী হাজির করা হয় তাদের স্বজনদের মধ্য থেকে রুহুল ইসলাম ও হেলাল উদ্দিনসহ ৯ জনকে। এমএলএসএস পদে হাজির করা হয় বর্তমান প্রধান শিক্ষকের বড়ভাই গোলাম আজম ধলাই, ভাগ্নে খালেদ আহমদ ও তার চাচাতো ভাই রুবেল আহমদসহ ৪ জনকে। নাটকীয় এ নিয়োগ পরীক্ষার খবর জানাজানি হলে এলাকাবাসী প্রতিবাদী হয়ে ওঠেন।
এলাকাবাসী তাদের ক্ষোভের বিষয়টি তাৎক্ষণিক অবগত করেন সিলেট-৫ আসনের এমপি হাফিজ আহমদ মজুমদারকে। এমপি’র হস্তক্ষেপে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার চাপে লুকোচুরি ও নাটকীয় নিয়োগ পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ।
কানাইঘাটের বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয় সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ি জামাল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম নিয়োগ পরীক্ষা বাতিলের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান- পরীক্ষা বিধি মোতাবেক গ্রহণ করা হলেও স্কুলের সম্মানীত ডোনার এমপি হাফিজ আহমদ মজুমদারের নির্দেশনায় তা বাতিল ঘোষনা করা হয়। পরবর্তী সার্কুলারের মাধ্যমে আবার নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে জানান তারা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..