সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ রোববার (২১ জুন) তিনি বাসায় ফিরেছেন। আজ বেলা ২ টায় তাকে হাসপতাল থেকে রিলিজ দেওয়া হয়। এখন থেকে তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন।
গণফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ দলটির আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার বরাত দিয়ে এক সংবাদবিজ্ঞপ্তিতে জানান, মোকাব্বির খান এমপির জন্য দোয়া, খোঁজ-খবর নেওয়ার জন্য দলের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।
এর আগে করোনা পজেটিভ হওয়াদের তালিকায় যুক্ত হন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। গত ১৫ জুন (সোমবার) দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি হন তিনি। এরপর করোনা ভাইরাস পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়।
পরদিন (১৬ জুন) মঙ্গলবার দুপুরে আসা রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হন এমপি মোকাব্বির খান।
মোকাব্বির খান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নিবিড় পর্যবেক্ষণে ৫ দিন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ তিনি বাসায় ফেরেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd