গোয়াইনঘাটে প্রতিপক্ষের উপর হামলায় আহত ৩, মামলা দায়ের

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

গোয়াইনঘাটে প্রতিপক্ষের উপর হামলায় আহত ৩, মামলা দায়ের

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে পুর্ব-বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলা করা হয়েছে। এতে আহত হয়েছেন ৩জন। আহত বাহার উদ্দিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হারিছ আলীকে প্রধান আসামী করে ১৩জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলা নং (১২), তাং-১৭-০৬-২০ইং।

গত ১৪ই জুন বিকেল ৩ টার দিকে উপজেলার সারী গোয়াইনঘাট সড়কের বারহালস্থ কালাইবাড়ীর ব্রীজ সংলগ্ন র্পুবদিকে রাস্তার উপর এঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বামনগ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র বাহার উদ্দিন (৩৫), লামাসাতাইন গ্রামের আব্দুল মজিদের পুত্র আব্দুস শহিদ (২৭), ও মৃত মুছন আলীরপুত্র নুর আহমদ (পাখি) (৪৫)।

সরজমিন গিয়ে স্থানীয় একাধিক মানুষের সাথে আলাপ করে জানাগেছে প্রায় ২বছর পুর্বে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বামনগ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র বাহার উদ্দিন পুর্ব আলীরগাঁও ইউনিয়নের খাষমৌজা গ্রামের ইয়াকুব আলীরপুত্র তাহির আলীকে খাষ হাওরে রাত ২টারদিকে একটি গানের অনুষ্ঠানে ছুরা দিয়ে স্টেপিং করে। এতে তাহির আলী গুরুতর আহত হয়ে র্দীঘদিন সিওমেক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ীতে আছে। এরই জের ধরে গত ১৪ই জুন বিকেলে আহত বাহার, শহিদ ও পাখিমিয়া আলীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক মেম্বারের (খাষ বারহালস্থ) বাড়ীতে আসেন।

অনুমান ৩টার দিকে বাহার ও তার সঙ্গীরা কাজ শেষে ফারুক মেম্বারের বাড়ী থেকে বের হয়ে মঠর সাইকেলযোগে বেরিয়ে আছেন।

গোপন সুত্রে তাহিরআলী খবরপেয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ভাই ভাতিজাসহ ৬/৭জন লোক নিয়ে রাস্তায় ওৎপেতে বসে থাকে। এসময় উপজেলার সারী গোয়াইনঘাট সড়কের বারহালস্থ কালাইবাড়ীর ব্রীজ সংলগ্ন র্পুবদিকে রাস্তার উপর আসামাত্র তাহিরআলী ও সঙ্গীয়রা দেশীয় অস্ত্রদিয়ে তাদের (বাহার, শহিদ ও পাখি) এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহতদের আত্ম-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত পাখিমিয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক পাখিমিয়াকে সিওমেক হাসপাতালে প্রেরণ করেন এবং বাহার ও শহিদকে গোয়াইনঘাট হাসপাতালে ভর্তি করেন। এদিকে এঘটনায় দোষীদের গ্রেফতারর্পুবক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। অপরদিকে এই মামলায় ৫/৬ জন লোককে অন্যায়ভাবে মামলার আসামী করায় এলাকাবাসী নির্দোষ ব্যাক্তিদের মামলা থেকে অব্যাহতির জোর দাবি জানান।

এলকাবাসী জানান খাষমৌজা গ্রামের মজিদ আলীর পুত্র মোহাম্মদ আলী গোয়াইনঘাট সাব-রেজিষ্টার অফিসের একজন কর্মচারী (কপিষ্ট), তিনি ঘটনার সময়ে অফিসে কর্মরত ছিলেন এবং সাব-রেজিষ্টার অফিসার একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। এছাড়া সিএনজি চালক ময়নুল ইসলাম, মাদ্রসা ছাত্র আব্দুর রহিম, দিন মজুর আনসার ও মিজানুর রহমান এই ঘটনার সাথে জড়িত ছিলেননা। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন ভুইঁয়া জানান, এঘটনায় থানায় মামলা রের্কড হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। আইনগত প্রদক্ষেপ নিতে চেষ্টা অব্যাহত আছে।

জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার মোঃ আব্দুল আহাদ জানান এঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা রজু করা হয়েছে। তদন্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে দোষীদের আটকের নির্দেশ দিয়েছি। এছাড়া এঘটনায় নির্দোষ কোনলোক মামলায় এজহারভুক্ত হলে তাদের অব্যাহতি দেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..