জাতীয় প্রেসক্লাবের সামনে আমরন অনশনে ধর্ষিতা শিক্ষার্থী

প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০

জাতীয় প্রেসক্লাবের সামনে আমরন অনশনে ধর্ষিতা শিক্ষার্থী

ক্রাইম সিলেট ডেস্ক : নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ওসি শেল্টার রয়েছে অভিযোগ করে ধর্ষকের কবল থেকে নিজের ভাইসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা রেকর্ড করার দাবীতে অনশনে নেমেছেন এক ধর্ষিতা।

রবিবার সকাল থেকে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একাই আমরণ অনশন করছেন, নেত্রকোনার কেন্দুয়ায় পাড়াতলী গ্রামের রোজিনা আক্তার নুসরাত । অনশনকালে তিনি অভিযোগ করে বলেন, পত্র- পত্রিকায় আমার ধর্ষণের সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশ হয়।

সেই সংবাদ ফেসবুকে নিজের ওয়ালে শেয়ার করেন, ধর্ষিতার বড় ভাই কামরুল ইসলামসহ স্থানীয় লোকজন । এতে ক্ষুব্ধ হয়ে ধর্ষক পিন্স খান বাবুকে বাদী করে গত ২০ জুন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করান ওসি। ধর্ষিতা অভিযোগ করেন, থানার ওসি রাশেদুজ্জামানের বিরুদ্ধে আইজিপি বরাবর অভিযোগ করায় এসব করান ওসি।

এরআগে ওই ছাত্রীর ভাই নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ২৯ জানুয়ারি কেন্দুয়া পৌরসভার শান্তিনগর এলাকার সোহরাব মাস্টারের বাড়িতে আমার বোনকে একই উপজেলার ছিলিমপুর গ্রামের প্রভাবশালী মুকুল খানের ছেলে প্রিন্স খান বাবু ধর্ষণ করেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ প্রিন্স বাবু আটক ও তার বোনকে থানায় নিয়ে যায়। পরদিন প্রিন্স খান বাবুর বিরুদ্ধে থানায় মামলা করতে যান তিনি। অজ্ঞাত কারণে তাকে থানার একটি কক্ষে ১৪ ঘণ্টা আটকে রাখে পুলিশ। ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান উল্টো অভিযোগকারী ও ভিকটিমকে হুমকি দেন। মামালাও রেকর্ড করছে না ওসি।

ধর্ষিতা মেয়ে অনশনকালে অভিযোগ করেন, এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মামলা গ্রহণ করা হয়নি উপরন্তু আমাকে এবং বড় ভাইসহ পরিবারের সদস্যদের ওসি রাশেদুজ্জামানের শেল্টারে হুমকি দিচ্ছে ধর্ষণকারী ও তার সহযোগীরা।

উপরোক্ত বিষয় ধর্ষনকারী বিরুদ্ধে মামলা গ্রহণ এবং ওসির বদলী চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী , আইজিপি’র হস্তক্ষেপ কামণা করেন ধর্ষিতা । অন্যথায় আমরন অনশন কর্মসূচী পালন করে যাবেন বলে জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..